মার্শাল দ্বীপপুঞ্জে ভেসে এলো আধটনের বেশি কোকেনবাহী ‘ভূতুড়ে নৌকা’
সৈকতে পড়ে থাকা পরিত্যক্ত একটি নৌকা থেকে প্রায় ৬৪৯ কেজি কোকেন উদ্ধার করেছে প্রশান্ত মহাসাগরীয় মার্শাল দ্বীপপুঞ্জের পুলিশ। এর আগে কখনো এত পরিমাণ মাদকের খোঁজ পায়নি ওই দ্বীপপুঞ্জের আইনশৃঙ্খলা বাহিনী। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, লাতিন আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগরে কয়েক মাস কিংবা তারও বেশি সময় ভেসে থাকার পর মাদকবাহী নৌকাটি মার্শাল দ্বীপপুঞ্জে এসে পৌঁছায়। উদ্ধার করা কোকেনের আনুমানিক বাজার দর আট কোটি মার্কিন ডলার।
মার্শাল দ্বীপপুঞ্জে সৈকতে মাদক ভেসে আসার ঘটনা এবারই প্রথম নয়। তবে, এবারই এত বেশি মাদক উদ্ধার করা হলো।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকের মধ্যে দুটি প্যাকেট ছাড়া বাদবাকি সবটুকুই পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়েছে। নমুনা হিসেবে রেখে দেওয়া দুই প্যাকেট কোকেইন পরীক্ষার জন্য মার্কিন মাদক নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হয়েছে।
মার্শাল দ্বীপপুঞ্জের আইলাক এলাকার বাসিন্দারা মাদকবাহী ১৮ ফুট দৈর্ঘ্যের পরিত্যক্ত নৌকাটি প্রথমে দেখতে পায়। স্থানীয়েরা নৌকাটি পানি থেকে তীরে টেনে আনার চেষ্টা করেন। কিন্তু অত্যন্ত ভারী হওয়ায় সে চেষ্টায় ব্যর্থ হন।
এরপর উৎসুক স্থানীয়েরা নৌকার ভেতরে খোঁজাখুঁজি করে লুকিয়ে রাখা কোকেনের প্যাকেটের হদিশ পান।
মার্শাল দ্বীপপুঞ্জের অ্যাটর্নি জেনারেল রিচার্ড হিকসনের ধারণা, নৌকাটি খুব সম্ভবত মধ্য কিংবা দক্ষিণ আমেরিকার কোনো এলাকা থেকে এক বছরের বেশি সময় ধরে মহাসাগরে ভেসে এসে পৌঁছেছে।
প্রশান্ত মহাসাগরের স্রোতের তোড়ে মার্শাল দ্বীপপুঞ্জের সৈকতে প্রায়ই মাদকসহ নানান সামগ্রী ভেসে আসে।

এনটিভি অনলাইন ডেস্ক