যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা, নিহত ৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/10/us.jpg)
যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। স্থানীয় পুলিশের বরাতে আজ সোমবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি জানায়, সোমবার কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরের একটি ব্যাংকে বন্দুক হামলাটি হয়েছে। হামলার কিছু সময় বাদেই স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ হামলাকারী নিহত হওয়ার কথা জানায়। এ ছাড়া আর কোনো তথ্য জানায়নি তারা।
পুলিশ বলছে, হামলাকারী একটি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কাজ করতো। তবে, তিনি সাবেক নাকি বর্তমানে চাকরিরত অবস্থায় ছিলেন তা জানায়নি। এমনকি ওই হামলাকারীসহ নিহতের সংখ্যা পাঁচ কি না এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রয়টার্স।
লুইসভিল শহরের পুলিশ বিভাগের উপপ্রধান পল হামফেরি বলেন, ‘ওই হামলাকারী নিজের গুলিতে নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।’
লুইসভিল পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে শহরের কেন্দ্রস্থলে বেসবল স্টেডিয়ামের পাশে অবস্থিত ওল্ড ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় হামলার কথা জানতে পারে তারা। জানার কয়েক মিনিট বাদেই সেখানে উপস্থিত হয় পুলিশ সদস্যরা।
প্রতিবেদনে রয়টার্স বলছে, আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য। এর মধ্যে এক কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক।
ছয় লাখ ২৫ হাজার বাসিন্দার শহর লুইসভিলের মেয়র কেরিগ গ্রিনবার্গ বলেন, ‘আমাদের স্টেটসহ আশেপাশের এলাকাগুলোত বন্দুক হামলা প্রতিরোধে আমরা একত্রিত হচ্ছি। সম্প্রদায় হিসেবে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি।’
কান্নাজড়িত কণ্ঠে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার বলেন, ‘হামলার শিকার অনেককে আমি চিনতাম। আমি আজ আমার এক কাছের বন্ধুকে হারিয়েছি। আমার আরেক পরিচিত জন হাসপাতালে চিকিৎসাধীন।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/04/10/us-in.jpg)
যুক্তরাষ্ট্রে নির্বিচারে বন্দুক হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত দেশটিতে ১৪৬টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।