সোলেইমানি ‘বিশ্বের এক নম্বর সন্ত্রাসী’ : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলেইমানিকে ‘বিশ্বের এক নম্বর সন্ত্রাসী’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কুদস ফোর্সের এই প্রধানকে হত্যার পক্ষে নিজের অবস্থান বর্ণনা করতে গিয়ে তিনি এ দাবি করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, বিশ্বের জন্য ভয়ংকর এই ‘সন্ত্রাসীকে’ হত্যা করা যুক্তরাষ্ট্রের ভুল কোনো সিদ্ধান্ত ছিল না বলেও দাবি করেন ট্রাম্প।
গতকাল সোমবার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বের এক নম্বর সন্ত্রাসী কাসেম সোলেইমানিকে হত্যা করেছি। লোকটি বিশ্বের বহু মানুষকে হত্যা করেছে, এর মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। এবার তাকেই আমরা হত্যা করেছি।’
ট্রাম্প আরো বলেন, ‘মার্কিন ডেমোক্রেটসরা এখন ইস্যুটি নিয়ে সোলেইমানির পক্ষ নিয়ে চাইছে, যা গোটা দেশের জন্য অপমানজনক।’
গত ৩ জানুয়ারি ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।