ইয়েমেনের রাজধানী সানায় গাড়িবোমা হামলায় নিহত ২৩

ইয়েমেনের রাজধানী সানার তিনটি মসজিদ এবং হুতি বিদ্রোহীদের রাজনৈতিক সদর দপ্তরে চার দফা বোমা হামলায় অন্তত ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, বিবিসি এবং আলজাজিরা।
ইসলামিক স্টেট (আইএস) এসব হামলার দায় স্বীকার করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবার সানার তিনটি মসজিদ এবং হুতি বিদ্রোহীদের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে।
সানার একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘হুতি বিদ্রোহীদের রাজনৈতিক সদর দপ্তরসহ জিরাফ শহরের হাসুশ মসজিদ, জিরা শহরের কিবসি মসজিদ এবং কুবাত আল-খাদরা মসজিদকে লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালানো হয়েছে।’
গত মার্চে ইসলামিক স্টেটের জঙ্গিরা হুতি বিদ্রোহীদের বেশ কয়েকটি আস্তানায় হামলা চালিয়েছিল। এতে ১৩০ জনের প্রাণহানি ঘটে। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগমুহূর্তে এ হামলা চালানো হলো।