বোরকা নিষিদ্ধ হচ্ছে অস্ট্রিয়ায়
জনসমাগমের স্থানে প্রকাশ্যে বোরকা পরা নিষিদ্ধ করে একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে অস্ট্রিয়া। এরইমধ্যে আইনের খসড়াটি দেশটির ‘ফেডারেল ল গেজেটে’ উত্থাপিত হয়েছে।
প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের বেলেনের অনুমোদনের পর আইনটি চালু হবে। ১ অক্টোবর ২০১৭ নাগাদ আইনটি চালু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই আইন আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের ই্উরোপের মূল্যবোধ ও জার্মান ভাষার ওপর দক্ষতা অর্জনে দীর্ঘস্থায়ী পরিকল্পনা প্রণয়নেও বাধ্য করবে।’