ফিলিপাইনে ভূমিধসে ৮৫ জন নিহত

ফিলিপাইনের মধ্যাঞ্চলের কয়েকটি প্রদেশে ভয়াবহ বন্যায় সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা হতাহতের এ খবর দিয়েছেন।
কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ভূমিধসে এখন পর্যন্ত ২০ জনের মতো নিখোঁজ রয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই যুবক ও শিশু, যারা ভূমিধসের ফলে তাদের ভেঙে পড়া বাড়িঘরের নিচে পড়ে নিহত হয়। বন্যাপরবর্তী ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলে জানান ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির নির্বাহী পরিচালক রিকার্দো জালাদ।
রিকার্দো জালাদ বলেন, ‘আমরা যদি নিখোঁজদের উদ্ধার করতে না পারি বা নিহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়ও, তবে নিহতের সংখ্যা দাঁড়াচ্ছে ১০৫ জনে।’
নিম্নচাপের ফলে গত রোববার ফিলিপাইনের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর বাইকোল ও পূর্ব ভিসায়াস এলাকায় শুরু হওয়া ভারি বর্ষণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। সরকারি কর্মকর্তারা তিনটি প্রদেশকে ‘প্রাকৃতিক দুর্যোগপূর্ণ ঘোষণা’ করে সেসব জায়গায় বাড়তি জরুরি অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন।