অস্ট্রেলিয়ার সিডনিতে হাজারো মানুষ হত্যার হুমকি দিয়েছে আইএস
অস্ট্রেলিয়ার সিডনিতে হাজারো মানুষ হত্যার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)। পশ্চিম সিডনির একটি পুশিল স্টেশন এবং অপর একটি জনপ্রিয় বিপণিবিতান এই দুটি স্থানে হামলার হুমকি দেওয়া হয়েছে। পশ্চিম সিডনির মেরিল্যান্ড পুলিশের কাছে পাঠানো চিঠিতে এই হুমকির বিষয়টি মঙ্গলবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
চিঠিতে হামলার লক্ষ্যবস্তু হিসেবে পুলিশ, অমুসলিম ও ইহুদিদের হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ওই চিঠিতে পুলিশ স্টেশনে হামলার হুমকি দেওয়া হয়। চিঠির সঙ্গে পাঠানো হয়েছে ছবিতে দেখা যায় কয়েকটি মানুষের মাথা হাতে একজন আইএস যোদ্ধা। বর্তমানে চিঠিটি পরীক্ষা করে দেখছে পুলিশ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় পশ্চিম সিডনির ওয়েস্টফিল্ট শপিং সেন্টারে হামলার হুমকি দেওয়া হয়।
পুলিশের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউ জানিয়েছে, সোমবার পুলিশের কাছে হুমকির চিঠিটি পৌঁছে। চিঠির ওপর কোনো কিছু উল্লেখ ছিল না। বর্তমানে সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা চিঠিটি পরীক্ষা করছে।
নিউজ ডটকম ডটএইউ জানিয়েছে, মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ার রেডিও টুজিবির উপস্থাপক রেড হ্যাডলি পুলিশ স্টেশনে পাঠানো বিষয়বস্তুর কথা তুলে ধরেন। রেডিওতে বলা হয়, অমুসলিম, বিশেষত ইহুদি স্কুল এবং পুলিশ স্টেশনে হামলার হুমকি দেওয়া হয়েছে। হাজারো মানুষ হত্যার কথা বলা হয়েছে।
হামলার হুমকি সত্ত্বেও মেরিল্যান্ডের পুলিশ স্টেশনে কোনো বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে, মঙ্গলবার সকাল থেকেই ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে টহল দেয় পুলিশ। সন্দেহভাজন কোনো কিছু দেখা যায়নি বলে জানায় টহল পুলিশ।
অস্ট্রেলিয়ার সিডনিতে দুটি স্থাপনায় হামলার হুমকি এমন সময়ে এলো যখন দেশটিতে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কয়েকদিন আগেই এক পুলিশ স্টেশনের সামনে গুলিবর্ষণ ও পুলিশের এক কর্মী হত্যার ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।