মঞ্চ থেকে পড়ে গেলেন ম্যাডোনা

গাইতে গাইতে আকস্মিকভাবেই মঞ্চ থেকে পড়ে গেলেন পপতারকা ম্যাডোনা। লন্ডনের স্থানীয় সময় গতকাল বুধবার রাতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্যে চলতি বছরের ব্রিট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মঞ্চে ‘লিভিং ফর লাভ’ গানটি গাইছিলেন ম্যাডোনা। এ সময় তাঁর শরীর থেকে একটি লম্বা কাপড় সরিয়ে দিচ্ছিলেন সহ-নৃত্যশিল্পী। ঠিক তখনই মঞ্চের পাশে সিঁড়িতে পড়ে যান তিনি। তবে এতে ম্যাডোনার বিশেষ কোনো ক্ষতি হয়নি। তিনি কিছুক্ষণ পরই উঠে পড়েন এবং গানের অসমাপ্ত অংশ শেষ করেন।
পরবর্তী সময়ে এক বিবৃতিতে ম্যাডোনা জানিয়েছেন, তিনি ভালো আছেন। ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে এই পপতারকা বলেন, ‘কোনো কিছুই আমাকে দমাতে পারবে না। ভালোবাসাই আমাকে ওপরে (মঞ্চে) তুলেছে।’
ব্রিট অ্যাওয়ার্ডস যুক্তরাজ্যের সংগীতবিষয়ক সম্মাননা। একে বার্ষিক পপসংগীত পুরস্কারও বলা হয়ে থাকে। এটাকে যুক্তরাষ্ট্রের সংগীতবিষয়ক সম্মাননা গ্র্যামি অ্যাওয়ার্ডসের সমতুল্য ধরা হয়।