‘একটু চা খাই? আপনারা খাবেন? ঢেলে দেই?’ (ভিডিওসহ)
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/08/29/photo-1567074156.jpg)
‘কেউ কথা কইয়েন না, একটু চা খাব? খাই একটু? আপনারা খাবেন? ঢেলে দেই? (মুচকি হেসে আবারও) ঢেলে দেই?’ ... ‘ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? কতা কি কিলিয়ার নাকি ভেজাল আছে? এরপরও সকালে একদল লোক বলবে, তাহেরী বালা (ভালো) না।’
সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মানুষের মুখে মুখে এখন একটা বাক্য শোনা যাচ্ছে; আর সেটা হলো ‘ঢেলে দেই’।
মূলত এই বাক্যটি ভাইরাল হয়েছে আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর বক্তব্য থেকে। তবে মজার ব্যাপার হলো, দেশের গণ্ডি পেরিয়ে এবার ‘ঢেলে দেই’ জনপ্রিয়তা পেয়েছে বিদেশিদের মুখেও। এমনই কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
আজকে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে তা হলো কয়েকজন বিদেশি তাহেরী হুজুরকে হুবহু নকল করে হাতে চায়ের কাপ নিয়ে ক্যামেরার সামনে বলছেন, ‘একটু চা খাই? আপনারা খাবেন? ঢেলে দেই?।’