বিশ্বের সবচেয়ে উঁচু একক ঘড়ি টাওয়ার হবে ভারতে
বিশ্বের সবচেয়ে উঁচু একক ঘড়ি টাওয়ার তৈরি হবে ভারতে। দেশটির কর্ণাটক রাজ্যের মাইসু শহরে এই ঘড়ি টাওয়ার বানানো হবে। এটি তৈরি করছে তথ্য প্রযুক্তিবিষয়ক ভারতের শীর্ষ প্রতিষ্ঠান ইনফোসিস।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মাইসু শহরের ঘড়ি টাওয়ারটি হবে ১৩৫ মিটার উঁচু। বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ একক ঘড়ি টাওয়ার লন্ডনের বিগ বেনের উচ্চতা ৯৬ মিটার।
জানা গেছে, মাইসু শহরে ইনফোসিসের ৩৪৫ একর জায়গাজুড়ে অবস্থিত ক্যাম্পাসে ১৩৫ মিটার উচ্চতার ঘড়ি টাওয়ার নির্মাণ করা হবে। এটি দৈর্ঘ্য ও প্রস্থে হবে ২২ মিটার। ঘড়ি টাওয়ারের নকশা হবে প্রাচীন ভবনের আদলে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থপতি হাফিজ কন্ট্রাকটর ঘড়ি টাওয়ারের নকশা করেছেন। একই ব্যক্তি ইনফোসিসের ক্যাম্পাসেরও নকশা করেছেন।
ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি বলেন, ঘড়ি টাওয়ার ক্যাম্পাসে আলাদা গুরুত্ব তৈরি করে। এই ধারণা থেকেই নিজেদের ক্যম্পাসে তাঁরা ঘড়ি টাওয়ারের পরিকল্পনা নিয়েছেন।
ধারণা করা হচ্ছে, ইনফোসিসের ঘড়ি টাওয়ার বানাতে ৬০ লাখ রুপি খরচ হবে। আর এটি বানাতে সময় লাগবে এক বছর আট মাস।

অনলাইন ডেস্ক