এবার ওয়ালমার্টে জিম্মি ঘটনা, বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে সমকামীদের নৈশক্লাবে হত্যাকাণ্ডের পর রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যে টেক্সাসের আমারিল্লো নগরের ‘সুপারশপ’ ওয়ালমার্টে ঘটল আরেক বন্দুকধারীর হামলার ঘটনা। তবে এবার কোনো প্রকার হত্যাকাণ্ডের ঘটনা না ঘটতে দিয়ে ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, মঙ্গলবার আমারিল্লোর ওয়ালমার্টে বন্দুক নিয়ে ঢুকেছিল একজন। খবর পেয়ে পুলিশ বাইরে থেকে ওই সুপারশপটি ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে দোকানের ভেতর অবস্থানরত কয়েকজনকে জিম্মি করেছিল ওই বন্দুকধারী।
এরপর আধাঘণ্টা ধরে ওই বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হন ওই বন্দুকধারী। নিহত বন্দুকধারীর কোনো পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ আরো জানায়, ওয়ালমার্টের ভেতরে থাকা লোকদের নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে। তবে তল্লাশি এবং অন্যান্য সতর্কতার কারণে শহরটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।