ইয়েমেনে যুদ্ধে নিহত ৫৫০ বেসামরিক লোক
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ এবং অভ্যন্তরীণ কোন্দলে এখন পর্যন্ত ৫৫০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শুক্রবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়, ২৬ মার্চ থেকে শুরু হওয়া এ সংঘর্ষে ৫৫১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১১৫ জন শিশু আছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক শাখা ইউনিসেফ।
এদিকে ইয়েমেনে সামরিক অভিযান বন্ধের ঘোষণার পর ইরান-সমর্থিত হুতি ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনীর বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব। গত বৃহস্পতিবার ২০টি বিমান হামলা করে সৌদি। পরের দিন শুক্রবার আরো ১০টি হামলা চালানো হয়।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলাকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ। তবে এতে করে দেশটিতে সহিংসতা নতুন রূপ পেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। সৌদি নেতৃত্বাধীন হামলার ফলে ইয়েমেনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটসহ (আইএস) সুন্নি অন্য সংগঠনগুলোর তৎপরতা বাড়তে পারে। এতে শিয়া সম্প্রদায়ভুক্ত হুতিদের সঙ্গে সুন্নিদের সাম্প্রদায়িক সংঘাতে দেশটিতে অস্থিরতা আরো বাড়তে পারে।