জামিন মেলেনি সবুজ চোখের নারীর!

জামিন মেলেনি সবুজ চোঁখের নারী শরবত গুলার। ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীতে প্রকাশিত এক ছবিতে বিখ্যাত হয়ে যান ওই আফগান শরণার্থী। অন্যদের মতো তিনিও শৈশবে সোভিয়েত নিয়ন্ত্রিত আফগানিস্তান ছেড়ে পাকিস্তানে ঠাঁই নেন। এখন পাকিস্তানের চোঁখে তিনি অবৈধ বসবাসকারী!
বিবিসি জানিয়েছে, অবৈধ ভাবে পাকিস্তানে থাকার অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড হতে পারে শরবত গুলার। ১৯৮৪ সালের পাকিস্তানে একটি শরণার্থী শিবিরে শরবত গুলার সেই বিখ্যাত ছবিটি তোলা হয়। পরের বছর ন্যাশনাল জিওগ্রাফির এক সংখ্যায় ছবিটি প্রচ্ছদ হিসেবে ব্যবহৃত হয়।
সম্প্রতি পাকিস্তান পরিচয়পত্র ও পাসপোর্ট যাচাই বাছাইয়ের অভিযান শুরু করেছে। ওই অভিযানের পরিপ্রেক্ষিতেই অভিযোগ ওঠেছে শরবত গুলা অবৈধভাবে পাকিস্তানে বসবাস করছেন।
শরবত গুলা কিন্তু বিষয়টি অস্বীকার করতে পারেন না। সত্যি বলতে কি শরবতের মতো হাজার হাজার আফগান একই অপরাধ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত দিন পর কেন পাকিস্তানের মাথা ব্যথা শুরু হলো। আফগান শরণার্থী প্রশ্নে পাকিস্তানের হঠাৎ নীতি বদলের কারণেই এ ঘটনা ঘটেছে। পাকিস্তান এখন যতদ্রুত সম্ভব আফগান শরণার্থীদের সরাতে চায়।
সম্প্রতি ভারত ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার পর থেকেই পাকিস্তান এমন নীতি অনুসরণ করছে। পাকিস্তানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের আশঙ্কা শরণার্থীদের বেশে দুর্বৃত্তরা পাকিস্তানে হামলা করতে পারে। অন্য একটি সূত্রে জানা যায়, দিল্লির সঙ্গে কাবুলের ভালো সম্পর্কের বিষয়টিও ইসলামাবাদ ভালো চোঁখে দেখছে না।