সমালোচনার জেরে দূতকে বহিষ্কার করলেন জেলেনস্কি
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের শুরু থেকেই কিয়েভকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাজ্য। অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করছে ব্রিটিশরা। সহায়তা নিয়ে ইউক্রেন সরকারের মিত্রদের প্রতি আরও বেশি কৃতজ্ঞতা দেখানো উচিত বলে পরামর্শ দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তবে, বিষয়টি ভালোভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সমালোচনা করেছিলেন যুক্তরাজ্যে থাকা ইউক্রেনের দূত ভাদিম প্রেসটাইকো। এর জেরে এই দূতকে বহিষ্কার করেছেন জেলেনস্কি। আজ শুক্রবার (২১ জুলাই) এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, যুক্তরাজ্যে থাকা ইউক্রেনীয় দূতকে সমালোচনার জেরে আজ বহিষ্কার করেছেন ইউক্রেনের নেতা জেলেনস্কি। দূত ভাদিম প্রেসটাইকোকে বহিষ্কারের একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, যা দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তবে, কী কারণে রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে সে জন্য কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি ওই ডিক্রিতে।
চলতি মাসের শুরুর দিকে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনকে উদ্দেশে করে বলেছিলেন, ‘ব্রিটেন অ্যামাজনের মতো ডেলিভারি সার্ভিস নয়। তাদের যতটুকু অস্ত্র সহায়তা দেওয়া হয়েছে সেজন্য ইউক্রেনকে আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।’
ইউক্রেনীয় যোদ্ধাদের প্রশিক্ষণের পাশাপাশি কিয়েভকে অস্ত্র সহায়তা দেওয়ার দিক থেকে তালিকার প্রথম দিকেই রয়েছে লন্ডন।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পরামর্শের জেরে ন্যাটো সম্মেলনে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন কৃতজ্ঞতা কীভাবে পরিষ্কার করবে তা আমি জানি না। আজ সকালেই আমি ব্রিটিশ প্রতিরক্ষার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছি।’
বিষয়টি নিয়ে স্কাই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় কূটনৈতিক ভাদিম প্রেসটাইকো বলেন, ‘জেলেনস্কি ওয়ালেসকে একটু বিদ্রূপের সঙ্গে জবাব দিয়েছিলেন। আমার বিশ্বাস, এই ব্যঙ্গাত্মক জবাব আমাদের জন্য ভালো নয়। আমাদের মধ্যে কিছু আছে তা রাশিয়ানদের দেখাতে হবে না, তাদের জানাতে হবে আমরা একসঙ্গে কাজ করছি।’
যুক্তরাজ্যের সঙ্গে সুসম্পর্ক বাজয় রাখার কথা জানিয়ে ওই সাক্ষাৎকারে এই কূটনৈতিক বলেন, ‘যদি কিছু হয় তাহলে ওয়ালেস আমাকে ফোন করতে পারে। এমনকি তারা কী চায়, সেটা জানাতে পারে।’
২০২০ সালের জুলাই থেকে ভাদিম প্রেসটাইকো যুক্তরাজ্যে অবস্থিত দূতাবাসে কূটনৈতিক হিসেবে কাজ করছেন। এর আগে ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।