বৃষ্টিতে প্লাবিত বেইজিংয়ের পথঘাট, দুই মরদেহ উদ্ধার
ভারী বর্ষণে চীনের রাজধানী বেইজিংয়ের পথঘাট প্লাবিত হয়েছে। এরইমধ্যে পড়েছিল দুই মরদেহ। আজ সোমবার সকালে তা উদ্ধার করেছে দেশটির পুলিশ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে তথ্য তুলে ধরেছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ে প্লাবিত সড়ক থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি জানিয়েছে, আজ সোমবার সকালে টহলে সময় মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাদের চেহারা বিকৃত ছিল।
এদিকে, ভারী বর্ষণের কারণে বেইজিংয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আজ এই সতর্কতা জারি করা হয়। শহরতলীর বিভিন্ন অংশে ভূমিধসের আশঙ্কা করছে সেখানকার কর্তৃপক্ষ। একইসঙ্গে বন্যার জন্য বিপদ সংকেত জারি করেছে তারা।