পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ ভারতের
ভারতের বাজারে দাম বাড়ছিল রন্ধন শিল্পে বহুল ব্যবহৃত উপাদান পেঁয়াজের। এর জেরে দেশটির কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক আরোপ থাকবে। আজ শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, চলতি মাসে ভারতের বাজারে পেঁয়াজের দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির ভাব আগামী সেপ্টেম্বরেও থাকবে। এর জেরেই পেঁয়াজ রপ্তানিতে অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে। আরোপিত এই শুল্ক অবিলম্বে কার্যকর হবে।
গত বুধবার নিজেদের প্রতিদিনকার বুলেটিনে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে, ভারতের বাজারে টমেটোর দাম গড়ে আগস্ট মাসে আরও বেড়েছে। যদিও সাম্প্রতিক ডেটাগুলো বলছে, দাম আগের তুলনায় কিছুটা কমেছে। ওই বুলেটিনে বলা হয়, পেঁয়াজ ও টমেটোর দাম কিছুটা বেড়েছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য মতে, পেঁয়াজের দাম বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকার গত ১১ আগস্ট থেকে বাফার স্টক রৈন্ধন শিল্পে ব্যবহৃত উপাদানটি ছাড়া শুরু করেছে। ২০২৩-২৪ মৌসুমে বাফার স্টকে তিন লাখ টন পেঁয়াজ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২২-২৩ মৌসুমে দুই দশমিক ৫১ লাখ টন পেঁয়াজ বাফার স্টকের রাখা হয়েছিল। মূলত, প্রয়োজন মেটানো ও দাম স্থিতিশীল রাখতে বাফার স্টক করে সরকার।