চিকিৎসায় নোবেল পেলেন ক্যাথালিন কারিকো ও ড্রু ওয়েইসম্যান
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করেছে নোবেল ফাইন্ডেশন। এ বছর যৌথভাবে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন ক্যাথালিন কারিকো ও ড্রু ওয়েইসম্যান। অতিমারী করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার জন্য পুরস্কার পেলেন তারা।
আজ সোমবার (২ অক্টোবর) নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে। নোবেল ফাউন্ডেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানায়। একইসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করে।
জানা গেছে, হাঙ্গেরি বংশোদ্ভুত মার্কিন নাগরিক ক্যাথালিন কারিকো জৈব রসায়নবিদ। তিনি রাইবোনিউক্লিক অ্যাসিড (আরএনএ) বিশেষজ্ঞ। মার্কিন চিকিৎসাবিজ্ঞানী ড্রু ওয়েইসম্যান আরএনএ জীববিজ্ঞানে অবদানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।
নোবেল কমিটি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২০ সালের শুরুর দিকে শুরু হওয়া অতিমারী কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন তৈরি করেছিলেন তারা। তাদের যুগান্তকারী আবিষ্কার আমাদের চিন্তার মৌলিক পরিবর্তন ঘটিয়েছে। এমআরএনএ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে কীভাবে মিথস্ক্রিয়া করে তা তারা নতুন করে বুঝিয়েছেন। নোবেল বিজয়ীরা আধুনিক সময়ে মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যেই টিকা আবিষ্কারে অভূতপূর্বভাবে অবদান রেখেছে।