ইউক্রেনজুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া
রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবারের (২ জানুয়ারি) এই হামলায় চারজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। এ ছাড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বহুতল ভবনে আঘাত হানে ও আগুনের সৃষ্টি করে। খবর এএফপির।
আজ সকালে কিয়েভে অবস্থান করা এএফপি সাংবাদিক কয়েক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এ সময় শহরের কেন্দ্রস্থলের অনেক ভবন কেঁপে উঠে।
কিয়েভের মতো ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর খারকিভেও হামলা চালায় রুশ বাহিনী। শহরটিতে ইউক্রেনের সামরিক বাহিনী থেকে নিয়োগপ্রাপ্ত প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, চারটি ক্ষেপণাস্ত্র শহরে আঘাত হনেছে। এতে একজন নিহত ও ২০ জনের বেশি বাসিন্দা আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বেসামরিক অবকাঠামো।
ইউক্রেনের নৌবাহিনী বলছে, কিন্দাজাল ক্ষেপণাস্ত্র দিয়ে আজ হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া থেকে যতগুলো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় তার অর্ধেকের বেশির লক্ষ্যবস্তু ছিল কিয়েভ। এ ছাড়া দক্ষিণ ও পশ্চিমাঞ্চলকেও লক্ষ্যবস্তু করা হয়।
সপ্তাহান্তে রাশিয়ার শহর বেলগোরোডে হামলা চালিয়েছিল ইউক্রেন। এর জবাব দেওয়া হবে বলে গতকাল জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বক্তব্যের পরই ইউক্রেনে বৃষ্টিরমতো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো আঘাত হানা ক্ষেপণাস্ত্র থেকে একাধিক বিস্ফোরণ ও ধ্বংসাবশেষের কথা জানিয়েছেন।। তিনি বলেছেন, নতুন এই হামলায় রাজধানীতের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ছাড়া হামলায় সুপার মার্কেট, গুদামসহ বিভিন্ন জায়গায় আগুন লাগে বলেও জানান তিনি।
ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যমতে, পেচেরস্ক ডিস্ট্রিক্টে দুটি বহুতল ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবেশ আঘাত হানে।
রাশিয়ার হামলার জেরে কিয়েভের আড়াই লাখ বাসিন্দা বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউক্রেনেরগো।