নামিবিয়ার প্রেসিডেন্ট গেইনগব মারা গেছেন
নামিবিয়ার প্রেসিডেন্ট হেগ গেইনগব (৮২) মারা গেছেন। রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা আজ রোববার (৪ ফেব্রুয়ারি) ভোরে গেইনগবের মৃত্যুর খবর জানান। খবর বিবিসির।
এমবুম্বা এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট গেইনগবের মৃত্যুর সময় স্ত্রী মনিকা গেইনগোস ও সন্তানেরা তার পাশে ছিলেন।
গেইনগব ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত মাসে জনসাধারণের কাছে তিনি তার রোগের কথা জানান। প্রেসিডেন্ট কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছিল, গেইনগব চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন এবং ২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।
২০১৫ সালে দ্বিতীয় ও চূড়ান্ত মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন গেইনগব। গত বছর তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল। ২০১৪ সালে এ নেতা জানান, তিনি প্রোস্টেট ক্যানসার থেকে সেরে উঠেছেন।
আগামী নভেম্বরে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হওয়ার কথা।