কলকাতায় বহুতল ভবনে ধস, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মমতার
কলকাতার গার্ডেনরিচে বহুতল ভবন ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল রোবাবার (১৭ মার্চ) রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বহুতল থেকে অন্তত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন মারা গেছে। আর আজ সোমবার দুর্ঘটনাকবলিত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খবর হিন্দুস্তান টাইমস বাংলা ও এনডিটিভির।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন বলছে, ভেঙে পড়া বহুতলটি নির্মীয়মাণ ছিল বলে জানা গেছে। ভবনটি ভেঙে পড়লে পাশের বস্তির লোকজনই হতাহত হয়েছেন। সেখানে টালির ঘরবাড়ি ছিল। তার নিচে অনেকেই চাপা পড়েন। উদ্ধারকারী দল রাতেই চাপা পড়া ১০ জনকে উদ্ধার করে।
হিন্দুস্তান টাইমসকে রাতে নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকর্মী জানান, ১০ জন বস্তিবাসীকে সেই ধসে পড়া বিল্ডিং থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও আজ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের দমকল ও জরুরি পরিষেবামন্ত্রী সুজিত বোস বলেছেন, উদ্ধার অভিযানের অংশ হিসাবে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আনন্দবাজার বলছে, বহুতল ভবনের একাংশ ভেঙে পড়ে আটজনের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। তিনিই জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবন ধসে পড়ার ঘটনায় আজ সোমবার দুঃখপ্রকাশ করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলের এক পোস্টে তিনি বলেছেন, আমাদের মেয়র, দমকল মন্ত্রী, সচিব এবং পুলিশ কমিশনার, নাগরিক, পুলিশ, অগ্নি ও বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক এবং দলগুলি (এনডিআরএফ, কেএমসি এবং কেপি) রাতজুড়ে কাজ করেছেন। তিনি আরও বলেন, আমরা হতাহতদের ক্ষতিপূরণ দেব। এ ছাড়া আমরা ক্ষতিগ্রস্থদের পরিবারের পাশে আছি। উদ্ধার অভিযান থাকবে।