রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান মিলেছে : রেড ক্রিসেন্ট
ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পিরহুসেইন কুলিভান্দ আজ সোমবার (২০ মে) জানিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী নিখোঁজ হেলিকপ্টারের সন্ধান মিলেছে, তবে পরিস্থিতি ‘ভালো নয়’।
পিরহুসেইন কুলিভান্দ বলেন, ‘হেলিকপ্টারটি পাওয়া গেছে। আমরা এখন সেটির দিকে এগিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি ভালো নয়।’ খবর এএফপির
এদিকে, সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে ব্যাপক ঘন কুয়াশার মধ্যেই রাইসিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা।
সংবাদমাধ্যমটি বলছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ার পর তাদের উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা ঘন কুয়াশাসহ কঠিন পরিস্থিতিতে অনুসন্ধান কাজ পরিচালনা করছেন।
জানা গেছে, বহরে তিনটি হেলিকপ্টার ছিল। যার মধ্যে দুটি নিরাপদে ফিরে এসেছে। যে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলি-হাসেম। আলি-হাসেম ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন।
জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহণমন্ত্রী মেহেরদাদ বাজারপাস অন্য দুটি হেলিকপ্টারে ছিলেন। যেগুলো নিরাপদে ফিরে এসেছে।