বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারক নুসরাত ‘ন্যায়বিচারের মাইলফলক’
গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী ও বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিউইয়র্কে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। সে হিসেবে এক বছর পূরণ হতে চলেছে। তার আগেই গত ১৬ মে তাকে ‘ন্যায়বিচারের মাইলফলক’ বলেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। ফেসবুক ভেরিফায়েড পেজে এক পেস্টে এমন মন্তব্য করা হয়।
২০২২ সালের জানুয়ারিতে বাইডেন প্রশাসন নুসরাতকে মনোনীত করেন এবং বেশ কয়েকটি সামাজিক ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার গোষ্ঠী তার মনোনয়নকে সমর্থন করে। গত বছর এ নিয়োগকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার ও মুসলিম অ্যাডভোকেসি গ্রুপগুলো। তারা নুসরাত জাহান চৌধুরীর এই নিয়োগকে মার্কিন মুসলিম সম্প্রদায়ের জন্য তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করে।
গত ১৬ মে ‘ন্যায়বিচারের মাইলফলক’ শিরোনামে দূতাবাসের পোস্টে লেখা হয়, ‘যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডিস্ট্রিক্ট কোর্টে ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশী আমেরিকান এবং মুসলিম নারী নুসরাত জাহান চৌধুরীর সাফল্য উদযাপন করতে পেরে আমরা উচ্ছ্বসিত। নাগরিক অধিকার ও ন্যায়বিচারের অগ্রদূত নুসরাত জাহানের উৎসর্গ একটি আরও ন্যায্য আইনি ব্যবস্থার পথ প্রশস্ত করেছে। আপনি এই প্রশংসার যোগ্য দাবিদার, বিচারক চৌধুরী!’