অনিবন্ধিত তিন লাখ হজযাত্রীকে ফিরিয়ে দিল সৌদি আরব
পবিত্র হজ করতে যাওয়া অনিবন্ধিত তিন লাখ হজযাত্রীকে সৌদি আরবের মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সৌদি কর্মকর্তারা জানান, যেসব হজযাত্রীদের বের করে দেওয়া হয়েছে তারা কেউ নিবন্ধিত ছিলেন না। হজের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে তাদেরকে মক্কা নগরী থেকে বের করে দেওয়া হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, যে তিন লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে এক লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন। হজ ভিসা না নিয়ে আসার কারণে তাদের মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম এসপিএ।
এ ছাড়া আরও এক লাখ ৭১ হাজার ৫৮৭ জন মানুষকেও মক্কা থেকে বের করা হয়েছে। তারা সৌদি আরবের বাসিন্দা হলেও মক্কার অধিবাসী নন। তাদেরও হজ করার কোনো অনুমতি নেই।
আগামী ১৪ জুন, শুক্রবার থেকে শুরু হবে পবিত্র হজ।