হজ চলাকালীন থাকতে পারে উচ্চ তাপমাত্রা, সতর্কতা সৌদি আরবের
সৌদি আরবে তাপমাত্রা বাড়ছে। আর এই সপ্তাহে হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা। এজন্য তাপমাত্রার বিষয়ে সতর্ক করেছে দেশটির মুখপাত্র। আজ মঙ্গলবার (১১ জুন) রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ এতথ্য জানিয়েছে। সেই সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি মুখপাত্র ক্রমবর্ধমান তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল আলি বলেছেন, ক্রমবর্ধমান তাপমাত্রা এবার হজ মৌসুমের বড় চ্যালেঞ্জ।
হজযাত্রীদের গরম থেকে সুরক্ষিত রাখতে মন্ত্রণালয়ের স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণের আহ্বান জানান তিনি। গরমের ক্লান্তি এড়াতে ছাতা বহন করতে বলা হয়েছে। একইসঙ্গে ধর্মীয় ক্রিয়াকর্মের মধ্য দিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে আজ এসব তথ্য জানানোর পাশাপাশি বলা হয়েছে, মুহাম্মদ আল-আব্দুল আলি বলেছেন, হজযাত্রীদের স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়।