সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের আল নাজাদ অঞ্চলের আপিপ শহরে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেব। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সৌদি সময় আনুমানিক সকাল ৯টার দিকে কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সময় তিন শ্রমিকের মধ্যে সবুজ গাড়ির চালক ছিলেন।
নিহত তিন শ্রমিকদের মধ্যে সবুজ চৌকিদার(৩৮) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম বিশকাটালি গ্রামের জামাল চৌকিদারের ছেলে। অপর নিহত সাব্বির (২১) পাশের হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙা গ্রামের সৈয়াল বাড়ির মো. ইসমাইল সৈয়ালের ছেলে এবং রিফাত (২০) আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, কমলাপুর গ্রামের রিফাত তিন বছর আগে সৌদি আরবে গেছেন। সেখানে তিনি ভবন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
সাব্বির আর রিফাতকে সৌদিতে কাজের জন্য নিয়েছেন সবুজ চৌকিদার। তিনি তাদের নিয়ে আপিপ শহর ও আশপাশের এলাকায় ভবন নির্মাণের কাজ করতেন। নিজেদের গাড়িতে তাঁরা কাজে আসা-যাওয়া করতেন।
সবুজ প্রায় ১৮ বছর ধরে সৌদিতে থাকেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে।
নিহত এই তিনজনের পরিবার তাদের সন্তানদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছে।
এই তিনজনের মরদেহ বর্তমানে সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।