ট্রাম্পকে ২০২০ সালে হারিয়েছি, এবারও আমিই হারাতে পারব : বাইডেন
যুক্তরাষ্ট্রের নির্বাচন খুব কাছে। তার আগে সম্প্রতি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হন বিতর্কে। এরপর থেকে বাইডেনের জনপ্রিয়তা অনেকটাই কমে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ‘হোয়াইট হাইস রেস’ থেকে সরে যাবার ডাক দিয়ে বৈঠক করেছেন জ্যেষ্ঠ ডেমোক্রেট নেতারাও। যদিও মর্কিন প্রেসিডেন্ট এখনও মনে করেন, তিনিই ট্রাম্পকে হারাতে পারবে, আরও কেউ না।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছেন, জো বাইডেন পেনসিলভানিয়া রাজ্যে ভোটের প্রচারণার সমাবেশে যোগ দেবেন ৮১ বছর বয়সী এই ডেমোক্রেট নেতা। ওয়াশিংটনে ন্যাটো নেতাদের সম্মেলনের আগে নির্বাচনের যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্যটিতে সমাবেশ করতে যাচ্ছেন তিনি। সেখানে দুটি নির্বাচনি সমাবেশে কথা বলবেন।
গত মাসে প্রেসিডেন্সিয়াল বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হতাশাজনক ভূমিকার কারণে তার বয়স ও যোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হলেও এখনও নির্বাচনে প্রার্থিতা নিয়ে অনড় বাইডেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বিভিন্ন সমাবেশে, সাংবাদিকদের প্রতি, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে, তিনিই একমাত্র প্রার্থী, যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন। এজনই তিনি নির্বাচনের দৌড়ে থাকছেন। গতকাল শনিবার (৬ জুলাই) বাইডেনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি ২০২০ সালে ট্রাম্পকে হারিয়েছি। আমি ২০২৪ সালে সালেও তাকে হারাতে পারব।’