লেবাননে ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/10/lebanon.jpg)
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। বৈরুত থেকে এ খবর জানায় বার্তা সংস্থা এএফপির সাংবাদিক।
হামলার বিষয়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পূর্বদিকে যেখানে হিজবুল্লাহর প্রভাব রয়েছে, সেই বালবেক-হেরমেল অঞ্চলকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় কানাইসেহ এলাকায় ১১ জনসহ মোট ২০ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছে। দক্ষিণে, যেখানে হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি রয়েছে সেখানে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে এই গোষ্ঠী ও তাদের শিয়া মিত্র আমালের সঙ্গে জড়িত সাতজন রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হ্যানউইয়েহ গ্রামে পাঁচজন নিহত হয়েছেন। পৃথকভাবে, আমালের সঙ্গে জড়িত রিসালা স্কাউটস অ্যাসোসিয়েশনের ছয়জন এবং হিজবুল্লাহ-অধিভুক্ত ইসলামিক হেলথ কমিটির আরেকজন দেইর কানুন গ্রামে হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বিমান টায়ার ও বালবেক এলাকায় হিজবুল্লাহ সন্ত্রাসী অবকাঠামোগুলোতে আঘাত হেনেছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হিজবুল্লাহ সদস্য, অপারেশনাল অ্যাপার্টমেন্ট ও অস্ত্রাগার।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন আহত হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হওয়ার এক দিন পর শনিবারের হামলার ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধান করছে।
মন্ত্রণালয় বলেছে, টায়ার শহরে ইসরায়েলি হামলায় দুই মেয়েসহ সাতজন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া গেছে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে।
শনিবার হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে রকেটের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সৈন্য ও সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে একটি ঘাঁটি এবং হাইফার উত্তরে একটি এলাকাসহ দক্ষিণ লেবাননের একটি গ্রামের ওপর ইসরায়েলি হার্মিস ৪৫০ ড্রোন ভূপাতিত করেছে।
ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর লেবাননে বিমান হামলা জোরদার করে এবং এক সপ্তাহ পরে স্থল অভিযান শুরু করে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের ফলে গাজা যুদ্ধের সূত্রপাত হয়। পরে ফিলিস্তিনি মিত্রদের সমর্থনে হিজবুল্লাহর প্রায় এক বছর ধরে ইসরায়েলর সঙ্গে আন্তঃসীমান্ত আক্রমণ পাল্টা আক্রমণের বৃদ্ধি ঘটে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, আন্তঃসীমান্ত গুলি বিনিময় শুরু হওয়ার পর থেকে লেবাননে তিন হাজার ১১০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। তাদের মধ্যে প্রায় দুই হাজার ৭০০ জন ২৩ সেপ্টেম্বর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।