ইউক্রেনের দিনিপ্রোতে রুশ ড্রোন হামলায় নিহত ৪

পূর্ব ইউক্রেনের দিনিপ্রো শহরে রুশ ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি হোটেল, সার্ভিস স্টেশন ও বাড়িতে আগুন লেগেছে।
আজ শনিবার (২৯ মার্চ) দিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্হি লাইস্যাক এ তথ্য জানিয়েছেন। টেলিগ্রাম অ্যাকাউন্টে তিনি লেখেন, শুক্রবার রাতে রাশিয়া দিনিপ্রোতে ‘দুই ডজনেরও বেশি ড্রোন’ হামলা চালিয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত আহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
সের্হি লাইস্যাক বলেন, ইউএভি হামলায় দিনিপ্রোর বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক ডজন বাড়িতে আগুন লেগেছে। গ্যারেজ ও সার্ভিস স্টেশনগুলোতেও আগুন ধরেছে। উদ্ধারকারীরা একটি হোটেল ও রেস্তোরাঁ কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা চালালেও, উভয় দেশ তাদের আকাশপথে হামলা জোরদার করেছে।

এর আগে গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একটি ‘অন্তর্বর্তী প্রশাসন’ গঠনের আহ্বান জানান এবং তার সেনাবাহিনী ইউক্রেনীয় সেনাদের ‘শেষ করে দেবে’ বলে প্রতিশ্রুতি দেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘জাতিসংঘের তত্ত্বাবধানে একটি প্রশাসন গঠনের’ আহ্বানকে শান্তি চুক্তি বিলম্বিত করার জন্য পুতিনের সর্বশেষ কৌশল হিসেবে বর্ণনা করেছেন এবং ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা না চালানোর প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগও করেছে। ফলে তিন বছরের যুদ্ধের একটি অস্থায়ী বা আংশিক বিরতির সম্ভাবনাকেও অনিশ্চিত হয়ে পড়েছে।
চলতি বছরের জানুয়ারিতে শপথ গ্রহণের পর থেকে ট্রাম্প যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন। তবে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ফলকার টুর্ক জানান, এই আলোচনার পাশাপাশি ইউক্রেনে যুদ্ধ আরও তীব্র হয়েছে এবং বেসামরিক নাগরিক নিহত ও আহত হচ্ছেন। এই বছরের প্রথম তিন মাসে হতাহতের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি।