৫ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় তিনটি পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে।
পাকিস্তানের আইএসপিআরের এক বিবৃতির তথ্য অনুসারে, গত ৩০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়েছিল। এতে পাঁচ সন্ত্রাসী নিহত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের সময় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বাজাউর জেলায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে একটি জঙ্গি আস্তানাকে লক্ষ্য করে অভিযান চালায়।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানান, তীব্র গুলি বিনিময়ের পর তিন সন্ত্রাসী নিহত হন। নিহতদের মধ্যে ফরিদুল্লাহ নামে একজন উচ্চপর্যায়ের ব্যক্তিও ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের দোসালি এলাকায় আরেকটি গোপন অভিযান চালানো হয়, যেখানে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, তৃতীয় অভিযানটি মোহমান্দ জেলায় পরিচালিত হয়, যেখানে নিরাপত্তা বাহিনী সফলভাবে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে লাল আমির নামে একজন উচ্চ পর্যায়ের জঙ্গি রয়েছে, সে ইব্রাহিম নামেও পরিচিত।
সেনাবাহিনীর মুখপাত্র আরও জানান, এই অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত ও গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বাকি সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি অভিযান চলছে। পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং দেশকে সন্ত্রাসবাদের হুমকি থেকে মুক্ত করতে তাদের সংগ্রাম চালিয়ে যাবে।