ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি
নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এই উদ্বেগের কথা জানান। খবর বিবিসির।
জাতিসংঘের মহাসচিব উভয় দেশের কাছে ‘সর্বোচ্চ সামরিক সংযমের’ আহ্বান জানিয়েছেন।
মুখপাত্র ডুজারিক আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব কোনোভাবেই সমর্থন করে না জাতিসংঘ।’
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের এই পদক্ষেপকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ আখ্যায়িত করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। তিনি দ্রুত পরিস্থিতি শান্ত হওয়ার আশা প্রকাশ করেছেন।