টিকটক লাইভে তরুণীকে গুলি করে হত্যা

মেক্সিকোর গুয়াদালাজারা শহরের তরুণী ভ্যালেরিয়া মার্কেজ, বয়স মাত্র তেইশ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের কাছেই ছিল পরিচিত মুখ। কেউ ভাবতেই পারেনি একটি অপ্রত্যাশিত ঘটনা মুহূর্তের কেড়ে নেবে ভ্যালেরিয়ার জীবন।
স্থানীয় সময় বুধবার (১৪ মে) নিজের বিউটি সেলুনে বসে টিকটক লাইভে তার অনুসারীদের সঙ্গে কথা বলছিলেন ভ্যালেরিয়া। এ সময় কেউ একজন দরজায় কড়া নাড়ে। দরজা খুলতেই তাকে একটি ছোট পার্সেল দেওয়া হয়। এরপর ব্যাগ থেকে খেলনাটি বের করতে করতে দর্শকদের দিকে ফিরে ওই তরুণী বলছিলেন, ‘আরে, এটা তো একটা ছোট্ট শূকরছানা!’
লম্বা সোনালি চুল কাঁধের ওপর ফেলে তার সেই মিষ্টি হাসি—হয়তো কেউই ভাবেনি, এর কয়েক মুহূর্ত পরেই নেমে আসবে ভয়ানক নীরবতা। লাইভস্ট্রিম চলাকালীনই ভ্যালেরিয়াকে গুলি করে হত্যা করা হয়। ক্যামেরার সামনেই চেয়ারের ওপর নিথর হয়ে পড়েন তিনি, রক্ত জমাট বাঁধে টেবিলে। শেষ পর্যন্ত অন্য একজন ফোনটি তুলে নিলে তবেই সেই বীভৎস দৃশ্য বন্ধ হয়। খবর সিএনএনের।

জ্যালিসকো প্রদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, এই ঘটনাটিকে নারীহত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, লিঙ্গভিত্তিক বিদ্বেষ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ইনস্টাগ্রামে এক লাখেরও বেশি অনুসারী থাকা ভ্যালেরিয়া মার্কেজের এই মর্মান্তিক মৃত্যু মেক্সিকোতে গভীর শোকের ছায়া ফেলেছে। দীর্ঘদিন ধরে নারী সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো গুরুতর সমস্যার সম্মুখীন দেশটি এই ঘটনায় আবারও স্তম্ভিত।