রাশিয়া-ইউক্রেনকে সংলাপের দরজা খোলা রাখার আহ্বান এরদোয়ানের
রাশিয়া ও ইউক্রেনকে সংলাপের ‘দরজা বন্ধ না করার’ আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী সোমবার (২ জুন) ইস্তাম্বুলে দুই পক্ষের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য বৈঠকেই আগেই আজ বৃহস্পতিবার (২৯ মে) এই আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট। খবর এএফপির।
রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদেরকে বলছি, যতক্ষণ (আলোচনার) দরজা খোলা আছে, ততক্ষণ যেন তারা তা বন্ধ না করে।’
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক ঘোষণায় জানান, আগামী সোমবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনায় রাশিয়া একটি শান্তি স্মারকলিপি উপস্থাপন করবে। ওই স্মারকলিপিতে যুদ্ধবিরতি ও যুদ্ধের সমাপ্তির জন্য পদক্ষেপের প্রস্তাব থাকবে। যদিও এখনো এই প্রস্তাবের প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। তবে দেশটি পূর্বনির্ধারিত শান্তির শর্তে আলোচনায় বসতে প্রস্তুত।
এদিকে শান্তি আলোচনায় দেরির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, যদি রাশিয়া শান্তির পথে এগিয়ে না যায়, তাহলে কঠোর প্রতিক্রিয়া আসবে।
অন্যদিকে পশ্চিমা দেশগুলোর কাছে ন্যাটো সম্প্রসারণ বন্ধের লিখিত প্রতিশ্রুতি, আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, রুশ ভাষাভাষীদের সুরক্ষা ও ইউক্রেনের বিষয়ে পক্ষপাতহীন থাকার দাবি জানিয়েছেন পুতিন।

এনটিভি অনলাইন ডেস্ক