ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৪০
পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আজ শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরান জানিয়েছে, ইসরায়েল এখন পর্যন্ত তাদের ভূখণ্ডে একাধিক হামলা চালিয়ে ৭৮ জনকে হত্যা করেছে, যাদের মধ্যে কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ছয়জন পরমাণু বিজ্ঞানী রয়েছেন। এছাড়া ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ইরানে আহত হয়েছে আরও ৩২০ জনের বেশি।
এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইসরায়েলকে এই অপরাধের জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।”
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, “সামরিক অভিযান যতদিন প্রয়োজন চলবে।”
যুক্তরাষ্ট্র এই সংঘাত থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে বলে জানালেও তারা ইরানকে সতর্ক করে বলেছে, যেন মার্কিন ঘাঁটিগুলোর ওপর কোনও আঘাত না আসে।
বর্তমানে পুরো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি চরম উত্তেজনায় রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক