ইরানে ৬০ ঘণ্টা ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন
ইরান গত ৬০ ঘণ্টা ধরে বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা থেকে অনেকটাই বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস মনিটর। দেশটির সরকার জানিয়েছে, ইসরায়েলি সাইবার হামলা থেকে নিজেদের রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।
নেটব্লকস মনিটর জানায়, এই ইন্টারনেট শাটডাউনের ফলে জনসাধারণের রাজনৈতিক মতামত প্রকাশ, অবাধ যোগাযোগ ও নিরাপত্তা সতর্কতা জানার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। এই দীর্ঘস্থায়ী ইন্টারনেট বিভ্রাট দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়াও, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কঠোর প্রতিশোধের হুমকি দেয় ও পরবর্তীতে ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে।

এনটিভি অনলাইন ডেস্ক