ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বিক্রিতে দুটি ভিন্ন ধরনের যৌথ প্রত্যক্ষ আক্রমণ যুদ্ধাস্ত্রের (জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন-জেডিএএম) জন্য সাত হাজারেরও বেশি বোমা নির্দেশিকা কিট অন্তর্ভুক্ত রয়েছে। খবর আলজাজিরার।
সম্প্রতি ইরানের ওপর হামলায় ইসরায়েল উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র ব্যবহার করার পরেই এই বৃহৎ আকারের বিক্রি অনুমোদন করা হলো।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সম্ভাব্য এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এরপর প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি-ডিএসসিএ) মার্কিন কংগ্রেসকে এই বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রদান করেছে। তবে, এই লেনদেনটি চূড়ান্ত হতে এখনো মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।

এই অস্ত্র বিক্রির ফলে ইসরায়েলের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।