ইসরায়েলের হামলা ছিল ইরানকে দুর্বল করার চক্রান্ত : খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সম্প্রতি ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের হামলাগুলো ছিল ইরানকে দুর্বল করার এক গভীর চক্রান্ত। তার মতে, এই হামলার উদ্দেশ্য ছিল দেশে অস্থিরতা তৈরির মাধ্যমে সরকারের পতন ঘটানো।
আজ বুধবার (১৬ জুলাই) বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এসব কথা বলেন খামেনি। খবর এএফপির।
ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, হামলাকারীদের পরিকল্পনা ছিল ইরানের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্পর্শকাতর জায়গাগুলোকে নিশানা করে দেশের ব্যবস্থাকে দুর্বল করা। একইসঙ্গে দেশে অশান্তি তৈরি করা এবং মানুষকে রাস্তায় নামিয়ে সরকারের পতন ঘটানো।
গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় দেশটির এক হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

এই হামলার পর ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দেয়। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইরানের হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত হয়। এরপর ২২ জুন ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রও ফোরদো, ইস্পাহান ও নাতানঞ্জ পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে।
আজ ইরানের পার্লামেন্ট জানিয়েছে, কিছু ‘পূর্বশর্ত’ পূরণ না হলে তারা কোনো আলোচনায় বসবে না, যদিও তারা নির্দিষ্ট কোনো শর্তের কথা জানায়নি।
খামেনি তার বিবৃতিতে আরও বলেছেন, ইরানের কূটনৈতিক এবং সামরিক বাহিনীকে সামনের দিকে ‘সতর্কতা ও নির্ভুলতা’ বজায় রাখতে হবে।