প্রয়োজনে ফের ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। খবর এবিসি নিউজের।
ট্রাম্প তার পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। তবে তিনি যোগ করেছেন, আমেরিকা প্রয়োজনে আবারও আক্রমণ করবে!
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফক্স নিউজকে বলেন, মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হলেও ইরান তাদের পরমাণু কর্মসূচি ছাড়তে পারবে না। আরাঘচি বোঝান যে, সমৃদ্ধকরণের কাজ হয়তো বন্ধ আছে কারণ ক্ষতি অনেক বড়। কিন্তু তারা এটা পুরোপুরি বন্ধ করতে পারবেন না, কারণ এটা তাদের বিজ্ঞানীদের বড় অর্জন ও এখন এটা তাদের জাতীয় গর্বের বিষয়।

ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আরাঘচির এই মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু স্থাপনার ক্ষতি মারাত্মক ছিল, ঠিক যেমনটা তিনি আগেই বলেছিলেন। ট্রাম্প আরও যোগ করেছেন, "প্য়োজনে আমরা আবারও এটা করব!