খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে ১০৫৪ ফিলিস্তিনি নিহত : জাতিসংঘ

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও অবরোধের মুখে খাবার সংগ্রহ করতে গিয়ে গত দুই মাসে প্রায় ১০৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২২ জুলাই) জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৭ মে থেকে ২১ জুলাইয়ের মধ্যে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। নিহতদের মধ্যে ৭৬৬ জন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফান্ডের (জিএইচএফ) খাদ্য সহায়তা কেন্দ্রের কাছাকাছি প্রাণ হারিয়েছেন। এছাড়া বাকি ২৮৮ জন জাতিসংঘ বা অন্যান্য ত্রাণ সংস্থার খাদ্য বিতরণ কেন্দ্রের আশেপাশে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিরা হয় অনাহারে মারা যাচ্ছেন অথবা খাবার সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষুধার কারণে সৃষ্ট এই ভয়াবহ শারীরিক ও মানসিক মৃত্যু আর ভয়াবহ রূপ ধারণ করেছে ত্রাণ বিতরণে ইসরায়েলের হস্তক্ষেপের ফলে।