সাপ হয়ে দংশনের চেষ্টা করেন স্ত্রী, ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ স্বামীর

এক অস্বাভাবিক অভিযোগে উত্তর প্রদেশের সীতাপুর জেলার এক বাসিন্দা স্থানীয় কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন, তাঁর স্ত্রী রাতে ‘নাগিন’ (সাপে) পরিণত হন, যার কারণে তিনি ঘুমাতে পারেন না।
মাহমুদাবাদ তহসিলের লোধাসা গ্রামের মেরাজ নামে পরিচিত ওই ব্যক্তি ৪ অক্টোবর অনুষ্ঠিত ‘সমাধান দিবস’ (জনসাধারণের অভিযোগ প্রতিকার দিবস) চলাকালীন জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক আনন্দের কাছে তাঁর এ অভিযোগ জমা দেন।
মেরাজ কর্মকর্তাদের জানিয়েছেন, তাঁর স্ত্রী নাসিমুন মানসিকভাবে অসুস্থ ও সাপের ভান করে রাত কাটান। তাঁর স্ত্রী ফিসফিস করে কথা বলেন ও তাঁকে ভয় দেখান।
মেরাজ অভিযোগ করেন, স্ত্রীর এমন আচরণের কারণে তাঁর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি আরও জানান, তিনি বেশ কয়েকবার স্থানীয় পুলিশের কাছে গিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তিনি জেলা প্রশাসনের শরণাপন্ন হন ও স্ত্রীর আচরণের জন্য সরকারি সাহায্য চেয়েছেন।

জনগণের অভিযোগ প্রতিকার অনুষ্ঠানের কর্মকর্তারা অভিযোগের ধরণ দেখে প্রথমে অবাক হলেও জেলা ম্যাজিস্ট্রেট পুলিশকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা একটি অভিযোগ পেয়েছি ও বিষয়টি তদন্তাধীন।