ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ে সাময়িক স্থগিতাদেশ আদালতের

শাটডাউন চলাকালে সরকারি কর্মীদের ছাঁটাইয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতের বিচারক সুসান ইলস্টন বুধবার এ নির্দেশ দেন।
শ্রমিক ইউনিয়নগুলোর মামলা দায়েরের পর আদালত এই অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করে। সরকারি কর্মীদের ছাঁটাইকে অবৈধ বলে অভিযোগ আনে ইউনিয়নগুলো।
এর আগে হোয়াইট হাউস জানায়, মার্কিন সরকারের শাটডাউনকালে অন্তত ১০ হাজার সরকারি কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের।
হোয়াইট হাউসের বাজেট দপ্তরের প্রধান রাস ভট ‘দ্য চার্লি কার্ক শো’-এর সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় সংখ্যাটা ১০ হাজারেরও বেশি হতে পারে। আমরা প্রশাসনিক আমলাতন্ত্র বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে চাই।
সরকারি ব্যয় বরাদ্দ নিয়ে কংগ্রেসে অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রে শাটডাউন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে।
এমন অবস্থায় রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুমকি অনুযায়ী কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আদালতে শুনানির সময় সরকারি কর্মীদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানান বিচারক ইলস্টন। তিনি বলেন, প্রমাণ থেকে দেখা যাচ্ছে, বাজেট দপ্তর এবং কর্মী ব্যবস্থাপনা দপ্তর সরকারি কার্যক্রমের স্থবিরতাকে কাজে লাগিয়ে ধরেই নিয়েছে, এখন কোনো নিয়ম-নীতি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
অন্যদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ডেমোক্র্যাটরা যদি নভেম্বরের মধ্যে সরকারে অর্থ বরাদ্দের প্রস্তাবে সমর্থন না দেয়, তাহলে বিরোধীদল সংশ্লিষ্ট বলে বিবেচিত কর্মীদের ব্যাপক ছাঁটাই করা হবে।