হামাসকে নিরস্ত্র করতে সহায়তা করবে ইইউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি চুক্তির পরিকল্পনা অনুসারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করতে সহায়তা করার লক্ষ্যে তহবিল ও বিশেষজ্ঞের পরামর্শ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর ২৭ জাতির এই জোটটি এখন সেখানে কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করছে। খবর বার্তা সংস্থা এএফপির।
জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের নিয়ে তাদের পরিবারের গত দুই বছরের উদ্বেগ, ফিলিস্তিনিদের ওপর ক্রমাগত বোমাবর্ষণের ক্ষয়ক্ষতি আর গাজাবাসীর ক্ষুধার সঙ্গে লড়াইয়ের সমাপ্তির আশা নিয়ে এই চুক্তি এখন কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে এখন পরবর্তী ধাপে রয়েছে হামাসকে নিরস্ত্র করার বিষয়টি। এর ফলে যেসব হামাস যোদ্ধা অস্ত্রসমর্পণ করবেন, তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। এরপর যুদ্ধপরবর্তী গাজার শাসন ব্যবস্থা সম্পর্কে নেওয়া হবে সিদ্ধান্ত।
সোমবার ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই শান্তি প্রক্রিয়ায় কীভাবে ইউরোপ তার ভূমিকা পালন করতে পারে তা নিয়ে আলোচনায় বসেন। শুক্রবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক নথিতে ইইউয়ের কূটনৈতিক বিভাগ জানায়, সদস্য দেশগুলো হামাসকে নিরস্ত্র করতে কী পরিমাণ অর্থ লাগতে পারে বা কী কী বিশেষজ্ঞ পরামর্শের প্রয়োজন হতে পারে তা নিয়ে আলোচনা করেছে।
একজন কূটনীতিক জানান, তাদের সংশ্লিষ্টতা সীমাবদ্ধ থাকবে কেবল ‘কারিগরি সমর্থনের’ মধ্যে এবং তারা কোনো ধরনের ‘হস্তক্ষেপমূলক’ ভূমিকায় থাকবে না।
ওই নথি অনুসারে আরও বলা হয়, ইইউ হলো গাজার জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতা সংস্থা এবং তারা এই অঞ্চলে মানবিক সহায়তা কাজেই কেবল কর্মপরিধি ধরে রাখতে চায়।
পাশাপাশি ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতা সংস্থা হিসেবে ইইউ আশা করছে, তারা সেখানে অবকাঠামো পুনর্নির্মাণে অর্থ দিয়ে সহায়তা বজায় রাখতে পারবে।

এনটিভি অনলাইন ডেস্ক