পিস্তল সদৃশ বস্তু নিয়ে ব্যাংককের রাস্তায় ভারতীয় নাগরিক, অতঃপর...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পিস্তলের মতো দেখতে একটি লাইটার দিয়ে মানুষজনকে ভয় দেখানোর অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (১৩ অক্টােবর) বিকেল ৪টার দিকে সিয়াম স্কয়ার এলাকার নভোটেল হোটেলের সামনে এই ঘটনা ঘটে। খবর মিন্টের।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাহিল রাম থাদানি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে থাদানিকে ব্যস্ত রাস্তায় নাচতে দেখা যায়। পরে তিনি হঠাৎ পথচারীদের উদ্দেশে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যে পিস্তলের মতো একটি বস্তু লোকজনের দিকে তাক করে ভয় দেখাতে থাকেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তাকর্মীরা এসে তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি মাটিতে বসে পড়েন এবং কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে চিৎকার করতে থাকেন। কিছু সময় পর তাকে কান্না করতে দেখা যায় এবং নিজেই পুলিশকে ডাকার অনুরোধ জানান। শেষে নিজের আচরণের জন্য ক্ষমা চান।
পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিয়ন্ত্রণে আনেন এবং আটক করে পাঠুম ওয়ান থানায় নিয়ে যান।
পুলিশ নিশ্চিত করেছে যে থাদানির হাতে থাকা বস্তুটি আসল পিস্তল নয়, বরং একটি লাইটার, যা পিস্তলের মতো আকৃতির। তাকে জনসমক্ষে হুমকিমূলক আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। পুলিশের ধারণা, গাঁজাসেবনের প্রভাবে বিভ্রমের কারণে তিনি এমন আচরণ করেছেন।
থাই পুলিশের প্রতিবেদন অনুযায়ী, থাদানি ভারতে তিনটি কোম্পানির পরিচালক হিসেবে কাজ করতেন, তবে সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। তিনি কতদিন ধরে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং অতীতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে থাইল্যান্ডের পাতায়ায় আরেক ভারতীয় নাগরিককে এক ট্রান্সজেন্ডার নারীর কাছ থেকে প্রায় সাত হাজার বাত (প্রায় ১৬ হাজার টাকা) চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি ওয়াকিং স্ট্রিটের এক ভারতীয় থিমযুক্ত পাবে ওই নারীর সঙ্গে পরিচিত হন।
ভুক্তভোগী ২৭ বছর বয়সী নং প্লয় পুলিশের কাছে জানান, তারা একসঙ্গে তার গেস্টহাউসে গিয়ে মদ্যপান করছিলেন। কিছুক্ষণ পর অভিযুক্ত ব্যক্তি তাকে গোসল করতে বলেন। তিনি গোসল সেরে বেরিয়ে আসতেই দেখেন, লোকটি একটি সেফ বন্ধ করছে। এরপর ব্যাগ থেকে সাত হাজার বাত গায়েব দেখতে পান।
তিনি বেরিয়ে যেতে চাইলে ওই ব্যক্তি তাকে আটকে দেন। তার চিৎকারে হোটেলকর্মীরা এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লোকটিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় ছিলেন এবং অস্বাভাবিক আচরণ করছিলেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক