জ্যামাইকায় ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯
 
          সিসিটিভি ফুটেজে জ্যামাইকার কিংস্টন শহরের কেন্দ্রস্থল। ছবি : এএফপি        
          জ্যামাইকায় ঘূর্ণিঝড় ‘মেলিসা’র তাণ্ডবে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৯ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে দেশটির তথ্যমন্ত্রী ডানা মরিস ডিক্সন স্থানীয় সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। খবর এএফপির।
তথ্যমন্ত্রী ডিক্সন জানান, ঘূর্ণিঝড় মেলিসার কারণে নিশ্চিত মৃত্যুর সংখ্যা এখন ১৯। এর মধ্যে পশ্চিমের ওয়েস্টমোরল্যান্ড প্যারিশেই নয়জনের মৃত্যু হয়েছে।
 
এই সপ্তাহে দ্বীপ রাষ্ট্রটিতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

 
                   এনটিভি অনলাইন ডেস্ক
                                                  এনটিভি অনলাইন ডেস্ক
               
 
 
 
