শাটডাউন চললেও নাগরিকদের খাদ্য সহায়তা করতে প্রস্তুত ট্রাম্প
প্রায় চার কোটি ২০ লাখ মার্কিন নাগরিকের জন্য মাসিক সহায়তা কর্মসূচি বন্ধের একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চান না তারা ক্ষুধার্ত থাকুক। সরকারি সহায়তার ওপর নির্ভরশীল নিম্ন আয়ের মার্কিন জনগণের জন্য এই জীবন রক্ষাকারী উদ্যোগ খুব শিগগিরই সক্রিয় হবে, এমনটাই জানিয়েছেন ট্রাম্প। খবর এএফপির।
এ বিষয়ে শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ট্রুথ সোশ্যাল মাধ্যমে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সরকারি আইনজীবীরা মনে করেন না যে এই অর্থ সরবরাহ করতে আমাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে।’ চলতে থাকা সরকারি শাটডাউনের কারণে ১ নভেম্বর থেকে সাপ্লিমন্টোল নিউট্রিশন এসিসট্যান্স প্রোগ্রামের (স্ন্যাপ কর্মসূচি) আওতায় তহবিল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন যে, কীভাবে স্ন্যাপ কর্মসূচিতে যত দ্রুত সম্ভব তহবিল দেওয়া যায় তার আইনগত ভিত্তি খুঁজে বের করার জন্য।
যুক্তরাষ্ট্রে রোড আইল্যান্ডের ফেডালে বিচারক শুক্রবার এক আদেশে হোয়াইট হাউসকে তহবিল সরবরাহ বন্ধ করার অবস্থান থেকে সরে আসার নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠানের ওই আবেদনের রায়ে বিচারক শাটডাউনের মধ্যেও জরুরি খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার আদেশ দেন।
গত ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনের কারণে রাষ্ট্রীয় কর্মচারীরা তাদের কাজের পারিশ্রমিক পাচ্ছেন না। মূলত দেশটির লাখ লাখ নাগরিক সরকারি সেবার মৌলিক সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের আর্থিক সহায়তার ক্ষেত্রে অচলাবস্থার কারণে জনসেবার কাজগুলোর গতি ধীর হয়ে পড়ছে এবং এক ধরনের আর্থিক সংকট সৃষ্টি হয়েছে দেশটিতে।
এই অবলাবস্থার জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা পরস্পরের ওপর দোষ চাপাচ্ছে। এক্ষেত্রে তাৎক্ষণিক উত্তরণের পথ দেখা যাচ্ছে না। লাখ লাখ নাগরিক এ সপ্তাহ থেকে অনুভব করছেন শাটডাউনের পুরো প্রভাবগুলো।

এনটিভি অনলাইন ডেস্ক