বাংলাদেশসহ তিন দেশের সরকার পরিবর্তন নিয়ে যা বললেন অজিত দোভাল
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস্থা বিশ্বের কয়েকটি দেশে সরকার পরিবর্তনের প্রধান কারণ। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশে এই ধরনের দুর্বল শাসন ব্যবস্থার কারণে সরকার পরিবর্তন হয়েছে অপ্রতিষ্ঠানিক পদ্ধতিতে। খবর এনডিটিভির।
শুক্রবার (৩১ অক্টোবর) ভারতের রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এ ধরনের মন্তব্য করেন।
নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, বর্তমান সময়ে সুশাসনের জন্য একটি উদীয়মান চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। সাধারণ মানুষ এখন আগের চেয়ে আরও বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে, রাষ্ট্রের কাছে তাদের প্রত্যাশা অনেক বেশি এবং রাষ্ট্রেরও তাদের সন্তুষ্ট রাখার স্বার্থ এক্ষেত্রে জড়িত।
অজিত দোভাল বলেন, একটি জাতির শক্তি নির্ভর করে সুশাসনের ওপর। সরকার প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কাজ করে এবং জাতি গঠনের এই কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলেন তারা যারা এই প্রতিষ্ঠানগুলো তৈরি ও লালন করে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে অজিত দোভাল বলেন, ভারত এক নির্দিষ্ট ধরনের শাসন, এক নির্দিষ্ট ধরনের সরকার এবং সামাজিক কাঠামো থেকে বৈশ্বিক ব্যবস্থায় তার স্থান পরিবর্তন করে তার বিচরণপথের পরিবর্তন আনছে।
দোভাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ন্ত্রণে ভারতের বর্তমান সরকারের আনা প্রাতিষ্ঠানিক পরিবর্তনগুলির ওপর জোর দেন এবং ইঙ্গিত দেন যে, এক্ষেত্রে সম্ভবত আরও ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ‘যখনই কোনো পরিবর্তন আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা এবং ধুলো ও ঝড়ের মধ্যে অন্ধ না হওয়া, কোলাহল ও হুমকিতে ভীত না হওয়া এবং প্রতিকূলতার কাছে মাথা নত না করা।’
অজিত দোভাল বলেন, ‘নিজেকে সজ্জিত ও প্রস্তুত করতে হবে। বল্লভভাই প্যাটেলের জীবন ছিল এর একটি উদাহরণ।’ তিনি তার বক্তৃতায় তুলে ধরেন, কীভাবে বল্লভভাই প্যাটেল স্বাধীনতা আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে মহাত্মা গান্ধী এবং তাঁর সমস্ত উদ্যোগকে সমর্থন করার পাশাপাশি স্বাধীনতা-পরবর্তী যুগে ৫০০টিরও বেশি রাজ্যকে একত্রিত করে দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন।
অজিত দোভাল দেশের শক্তিশালী শাসনের জন্য বল্লভভাই প্যাটেলের অল-ইন্ডিয়া সার্ভিসেস কাঠামোর দূরদৃষ্টিকেও কৃতিত্ব দেন।

এনটিভি অনলাইন ডেস্ক