দিল্লিতে ‘আত্মঘাতী বোমা হামলাকারী’ পেশায় ডাক্তার
দিল্লির রেড ফোর্টের কাছে ভয়াবহ বিস্ফোরণে অভিযুক্ত আত্মঘাতী বোমা হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর নাম ড. উমর মোহাম্মদ। তিনি আল ফালাহ মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। এই হামলায় কমপক্ষে নয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হামলায় বিস্ফোরিত হওয়া সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িটির মালিক ছিলেন উমর মোহাম্মদ। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি তার জন্ম।
আরও পড়ুন : দিল্লিতে বিস্ফোরণে নিহত বেড়ে ১৩
ড. উমর মোহাম্মদ সম্প্রতি গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক ড. আদিল আহমদ রাঠের ও ড. মুজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এই তিন চিকিৎসক একটি ‘শ্বেত-কর্পোরেশন’ সন্ত্রাসী গোষ্ঠীর অংশ হিসেবে কাজ করছিলেন। তদন্তকারীরা গোষ্ঠীটির মূল সদস্যদের গ্রেপ্তার করেছেন। তাদের থেকে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক জব্দ করা হয়েছে। বিষয়টি জানার পর উমর মোহাম্মদ ফরিদাবাদ থেকে পালিয়ে যান। সূত্র বলছে, তিনি সম্ভবত আতঙ্কিত হয়ে দ্রুত বিস্ফোরণটি ঘটিয়েছেন। উমর মোহাম্মদ ও তার সহযোগীরা হামলা চালানোর জন্য অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল ব্যবহার করেছিলেন।
আরও পড়ুন : দিল্লিতে বিস্ফোরণ : মুম্বাই, উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি
সিসিটিভি ফুটেজে দেখা যায়, উমরের গাড়িটি বদারপুর দিয়ে দিল্লিতে প্রবেশ করে এবং রেড ফোর্টের কাছে পার্কিং লটে প্রায় সাড়ে তিন ঘণ্টা ছিল। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে গাড়িটি বিস্ফোরিত হয়। তদন্তে জানা গেছে, গাড়িটি একাধিক হাত ঘুরেছিল এবং উমরের ভাই আমিরও এই গাড়ি কেনা-বেচার সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে, গত কয়েকদিনে আদিল আহমদ রাঠের, মুজাম্মিল শাকিল ও ড. শাহীন শাহিদসহ কয়েকজন ডাক্তারকে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক