খুব শিগগিরই ভেনেজুয়েলায় ‘স্থল অভিযান’ : ট্রাম্প
কারাকাসের সঙ্গে উত্তেজনার পারদ বাড়তে থাকার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় মাদক পাচারকারী চক্রের তৎপরতা বন্ধে ‘খুব শিগগিরই’ দেশটিতে ‘স্থল অভিযান’ শুরু হবে। তবে ভেনেজুয়েলার সরকার বলছে যুক্তরাষ্ট্রের এই মাদকবিরোধী অভিযান আদতে সেখানকার শাসক পরিবর্তনের একটি পরিকল্পনা। খবর এএফপির।
গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থ্যাঙ্কস গিভিং ডে’র ছুটিতে ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্রের বাইরে মোতায়েন করা সেন্যদের উদ্দেশে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি এ সময় ক্যারিবীয় এলাকায় মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে তার নিজের পরিকল্পিত মাদক বিরোধী অভিযান নিয়েও কথা বলেন।
টেক্সাস ভিত্তিক এয়ারফোর্স বোম্বিং ইউনিটের সৈন্যদের প্রতি এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলার মাদক পাচারকারী দমনে কাজ করছেন। এসব পাচারকারীর সংখ্যা অনেক।’
তবে প্রেসিডেন্ট ট্রাম্প কোন ধরনের পদক্ষেপর নিতে যাচ্ছেন সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী আন্তর্জাতিক জলসীমায় তাদের ভাষায় মাদক পাচারে ব্যবহার করা নৌকায় বেশকিছু হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ কোনো তথ্যপ্রমাণ দেয়নি। ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে চালানো এসব হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে নিজেদের আকাশ শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ভেনেজুয়েলার উপকূল জুড়ে বেশকিছু বি-৫২ এবং বি-১বি যুদ্ধবিমান উড়ে যায়।
এদিকে, সৈন্যদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা সাগর পথে মাদক পাচার প্রায় বন্ধ করে ফেলেছি, প্রায় ৮৫ শতাংশ পাচার বন্ধ হয়ে গেছে। আপনারা দেখবেন জলপথে মাদকের সরবরাহ হচ্ছে না এবং আমরা চাইছি এই পাচার স্থলপথেও বন্ধ করতে।’
ট্রাম্প আরও বলেন, ‘স্থলপথে সুবিধা বেশি এবং এটা শুরু হবে খুব শিগগিরই।’

এনটিভি অনলাইন ডেস্ক