হাজারও ফ্লাইট বাতিল : ইন্ডিগোর সিইওকে অপসারণের উদ্যোগ
পাইলটদের বিশ্রামঘণ্টা সংক্রান্ত নতুন নিয়ম (এফডিটিএল) বাস্তবায়নে চরম ব্যর্থতার পর ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, বর্তমান পরিস্থিতির দায়ে ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে অপসারণের বিষয়টি সরকার বিবেচনা করছে।
নতুন নিয়ম কার্যকরের প্রস্তুতি ঠিকমতো না থাকার কারণে ইন্ডিগো একযোগে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। এতে দেশজুড়ে হাজার হাজার যাত্রী বিমানবন্দরেই আটকে পড়েন, সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। এই প্রেক্ষাপটে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় ইন্ডিগোর শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে। খবর এনডিটিভির।
সূত্র জানায়, ইন্ডিগোর বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক জরিমানা আরোপের কথাও বিবেচনায় রয়েছে। পাশাপাশি, ঘরোয়া বাজারের প্রায় দুই-তৃতীয়াংশ দখলে রাখা এই এয়ারলাইন্সের ক্ষেত্রে কয়েকটি রুটে ফ্লাইট সংখ্যা কমিয়ে দেওয়ার বিষয়েও ভাবছে সরকার—যা হবে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ব্যবস্থা।
ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে সম্প্রতি ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল) নিয়ম জারি করে। তবে ইন্ডিগো এই নিয়ম কার্যকরে কতজন অতিরিক্ত পাইলট প্রয়োজন হবে তা সঠিকভাবে হিসাব করতে পারেনি। ফলস্বরূপ, বেশ কিছু ঘরোয়া রুটে অপারেশন চালানোই কঠিন হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার আপাতত এফডিটিএল নির্দেশ স্থগিত রেখেছে, যাতে আগামী তিন দিনের মধ্যে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এই সংকটের কারণ নির্ধারণে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিমান পরিবহণ খাতে এমন বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনায় সরকার যে কঠোর বার্তা দিতে চাইছে, তা স্পষ্ট। ইন্ডিগোর ভবিষ্যৎ নেতৃত্ব ও অপারেশন নিয়ে এখন নজর সবার।

এনটিভি অনলাইন ডেস্ক