দুই বিড়ালের মহানুভবতা

মনোমুগ্ধকর ছোট্ট গ্রাম। সেই গ্রামে ছিল মিনু ও গড়িয়া নামে দুষ্টু বিড়াল। দুজন বন্ধু তাদের কৌতুকপূর্ণ বৈশিষ্টের জন্য সুপরিচিত ছিল।এক সকালে মিনু এবং গড়িয়া গ্রামের রাস্তা ধরে হাঁটছিল। তারা যখন আরও এগোলো, তখন একদল জেলেকে কাঁধে ঝাঁকায় করে মাছ নিয়ে বাড়ি-বাড়ি বিক্রি করতে দেখল। মাছের গন্ধে তাদের লোভ ধরে গেল। মিনু ও গড়িয়া লোভ সামলাতে পারছিল না। তারা জেলেদের পিছু নিল। নিঃশব্দে জেলেদের পেছনে ঘুরতে...