আসছে শেখ সাদীর ‘অভিমান’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/03/shiekh_sadi.jpg)
ভক্ত-শ্রোতা-দর্শকের সামনে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তরুণ শিল্পী শেখ সাদী। গানের শিরোনাম নাম ‘অভিমান’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা লিখেছেন এবং সুর করেছেন সাদী নিজেই। আর সংগীতায়োজনে ছিলেন আলভী আল বেরুনী।
জানা গেছে, কক্সবাজারের বেশ কয়েকটি মনোরম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে শেখ সাদীর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে জান্নাত উল ফেরদৌসকে।
নতুন গান ও ভিডিওচিত্র নিয়ে শেখ সাদী বলেন, ‘আমার যাঁরা শুভাকাঙ্ক্ষী আছেন, সবাই আমাকে অনুপ্রেরণা দেন নতুন গান করার জন্য। তাঁদের সবার অনুপ্রেরণায় নতুন এই গান। আশা করি, নতুন গান এবং ভিডিও সবার ভালো লাগবে। দর্শক নতুন কিছু উপভোগ করতে পারবেন।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে আগামীকাল ৪ মে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস ও স্বাধীন মিউজিক অ্যাপে।